খুকুমণি যাচ্ছো কোথায়?
একটুখানি শোন,
আম বাগানে আম কুড়াতে?
নেইকো মানা কোন।


কিন্তু সেথায় লুকিয়ে থাকে
হুলো বিড়ালগুলো,
একলা পেলে মন ভুলিয়ে
দেবে চোখে ধুলো।


বিড়ালগুলো দারুন বজ্জাত
পেলে তোমায় ফাঁকা,
করবে তোমার অনেক ক্ষতি
করবে কালি মাখা।


তার চে ভালো ঘরে থাকো
খেলো পুতুল নিয়ে,
বাজার থেকে এনে দেবো
ছোট্ট একটি টিয়ে।


টিয়ের কথায় দারুণ হাসি
খুকুমণির ঠোঁটে,
জড়িয়ে ধরে বাপের গলা
ভীষণ মজা লোটে।


পৃথিবীটা ভরে গেছে
ভিন গ্রহের সব ভূতে,
নয় নিরাপদ কেউ তো এখন
দারা, সুতা, পুতে।


তাইতো বাপে তড়িৎ বেগে
যায় ছুটে নিদ হাটে,
কিনে আনে সবুজ টিয়ে
সূর্য তখন পাটে।


টিয়া পেয়ে খুকু সোনার
দিন কেটে যায় সুখে,
হুলো বিড়াল দড়ি গলায়
ঝুলছে দারুন দুখে।


১৬/১০/২০২০ ইং