মায়ের স্নেহ ভালোবাসার হয় কি কোন খাদ?
কেন তাঁকে পেতে হয় রে মিথ্যে অপবাদ?
তাঁর আঁখিতে কেন ঝরে শ্রাবণ মেঘের জল?
তাঁর বেদনা কেন গো হয় সাগরের অতল?


জন্ম দিয়ে তবে কি মা করেছিল ভুল?
এই দুনিয়ায় তাঁর সোহাগের হয় কি কোন তুল?  
কেন তবে মায়ের চোখে অশ্রু ঝরে রোজ?
কেন সন্তান মায়ের ব্যথার নেয় না কোন খোঁজ?


আজকের সন্তান কাল কি তবে হবে না মা-বাপ?
তার সন্তানের আঘাত পেয়ে করবে না সন্তাপ?
তবে কেন মায়ের প্রতি মিথ্যে অভিমান?
মিথ্যে দোষের পাহাড় কেন করে না খান খান?


মায়ের চেয়ে আপন ধরায় কে আছে আর বল?
কার বুকেতে উছল প্রেমের এমনি শতদল?
কে আছে আর কষ্ট দিলেও হয় না মোটেই পর?
মা ছাড়া কার বুকে এমন ভালোবাসার ঝড়?


তবে কেন নিত্য মাকে এমনি কষ্ট দিস?
কেন মায়ের চোখে ঝরে তপ্ত অশ্রু বিষ?
একটু ভেবে জবাব দিবি মা ছাড়া কে আর
সাধ পুড়িয়ে সন্তান স্নেহে দেয় করে উজাড়?


০১/১০/২০২২ ইং