কী হবে আর প্রেমের চাকায় পিষ্ট হয়ে বল?
তোর আকাশে তুই ভালো থাক কেন করিস ছল?
বলেছিলি বাসবি ভালো সারা জীবন ভর,
এখন সুখের বাগান কিনে করিস অন্যের ঘর!


আমি ছিলাম আজো আছি কাঁটায় ভরা দিন,
স্বপ্নগুলো বাক্সে বন্দী বাজে না আর বীণ।
তোর প্রেমের ওই বিষের ছোঁয়ায় আমি এখন নীল,
আঁধার ঘেরা বন্ধ ঘরে থাকি দিয়ে খিল।


ভোরের রবির মতো আবার কেন উঁকি দিস?
এখনো কি তোর আস্তিনে আছে খানিক বিষ?
বাক্সবন্দী স্বপ্নগুলো কেন জাগাস ফের?
মন পোড়ানো গন্ধ কি তুই পাসনি আজো ঢের?


দেখ না চেয়ে রৌদ্র দাহে তৃণলতার দল,
খুঁজছে আকাশ পানে চেয়ে মেঘ ঝরানো জল।
তেমনি তোর ওই প্রেমের বিষে আমি পুড়ে ছাই,
চাতক সেজে জল চেয়ে পাই শুধু কষ্টটাই।


১৬/০৪/২০২২ ইং


এক মন পোড়া তরুণীর আহাজারি!