আমার দেশের গাঁটে গাঁটে
জন্মে গেছে বিষ ফোঁড়া,
শিক্ষিত লোক আত্মস্বার্থে
সেজে থাকে জল ঢো৺ড়া।


অন্যায়-অনিয়মে তারা
অন্ধ-কালা সেজে রয়,
জুলুমবাজের অত্যাচারে
মানবতার হচ্ছে ক্ষয়।


দেশের খেয়ে দেশের প'রে
দেশের করে নিন্দা রব,
ভিন দেশীদের করতে নকল
বিকিয়ে দেয় সত্তা সব।


স্বদেশ প্রেমের নেইকো বালাই
পরের ধনে পোদ্দারি,
জোর দখলের মওকা নিয়ে
করে কেবল জোতদারি।


যদি দেখে কোন নারীর
সম্ভম হানে শয়তানে,
নীরব থাকে, চিন্তা করে
প্রতিবাদের নেই মানে।


বললে কথায় দোষ হবে তাই
সবাই থাকে ভীষণ চুপ,
দেহের গন্ধ ঢাকতে মাখে
শরীর জুড়ে গন্ধ ধূপ।


এমনি করে সৃষ্টি জুড়ে
বাড়ছে শুধু পঙ্গপাল,
সবুজ ফসল নষ্ট ক'রে
সৃষ্টি করে ভষ্ম খাল।


জিততে চেয়ে সবাই ঠকায়,
সবাই ঠকে বাস্তবে,
ঢুস খেয়েও হুঁশ ফেরে না
বাড়ছে নির্বোধ এই ভবে।


০৫/১১/২০২২ ইং