জুঁই-চামেলি-টগর-বেলির দেখে উগ্র সাজ,
মাথায় এসে হামলে পড়ে স্বর্গচ্যুত বাজ।
নেংটি ইঁদুর লম্ফ দিয়ে সামনে গিয়ে চায়,
লজ্জাহীনা জুঁই-চামেলি দারুণ মজা পায়।


বুড়ি-ছেমড়ির মামদোবাজী দেখে বুড়ো লোক,
নাকে রুমাল দিয়ে হাঁটে, গিলে খানিক ঢোক।
গন্ধমাদন পর্বত কতক টগবগিয়ে যায়,
শুকনো রাস্তায় ছাগলগুলো তাতেই হোঁচট খায়।


রংবাহারি ছোটখাটো দেখে পোশাক রাজ,
বানরগুলোর আরক্ত মুখ, পাচ্ছে ভীষণ লাজ।
লজ্জা ঢাকার বাসনাতে দিয়ে হেঁচকা টান,
একটি শাড়ি এনে ঢাকে নিজের দেহ খান।


আমি তো ভাই স্বেচ্ছাবন্দি আছি আমার ঘর,
বিবসনার বোটকা গন্ধ উড়ায় যদি ঝড়,
তবেই আমি বাইরে যাবো করছি খানিক পণ,
বয়স আমার নয় তো পঁচিশ, যায় না করা রণ।


১৩/১০/২০২১ ইং


সকল কবি বন্ধুকে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।