ঘন-ঘোর বরষায় জমে গেছে জল,
ছোট ছোট ছেলে-মেয়ে হেসে খলখল
নেচে নেচে খেলা করে গায়ে মেখে কাদা,
জানালায় বসে দেখে-  যারা খুব হাঁদা।


মাঠ-ঘাট ডুবে গেছে, ডুবে গেছে চর,
কারো কাছে এ বরষা খুশির খবর।
মস্তকে প্রগণ্ড রেখে চাষীগণ সব,
হতাশায় ঘরে বসে করে কলরব।


ধনীরা আরামে বসে করে ভূরিভোজ,
ভুখা-নাঙা গরিবের কে নেবে গো খোঁজ?
যারা থাকে পথে-ঘাটে-  ছিন্নমূল লোক,
দুঃখ-বেদনা ওদের, রক্তচোষা জোঁক।


ঘন-ঘোর বরষায় গায়ে মেখে সুখ,
তরুণ-তরুণী ভিজে বাধায় আসুক।
কবি লিখে ভরে ফেলে কাগজের পাতা,
সাদা-কালো পড়ে থাকে জীবনের খাতা।


২৪/০৭/২০২১ ইং