ঘোর মহামারীর কবলে পড়েছে এ পৃথিবী
কোথাও ভালোবাসা নেই
সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে এক হাঁটু স্বার্থের বেসাতি
মা-বাবাকে ভালোবাসতেও চাই স্বার্থ
অন্য ভাই-বোনকে ঠকিয়ে লিখে দিতে হবে জমি-বাড়ি
দারিদ্র ও অনটনের মহামারী ছিল আগেও
ছিয়াত্তরের মন্বন্তর কেড়ে নিয়েছিল অনেক মানুষের জীবন
তবুও সেখানে ভালোবাসা ছিল
ছিল পরস্পরের প্রতি সহানুভূতি, হৃদ্যতা
ভালোবাসা, সহানুভূতি আজ পরিযায়ী পাখি
কিংবা বিলুপ্ত প্রায় প্রজাতির পাখি
কীট-পতঙ্গ ইত্যাদি
ভালোবাসা শব্দটা শুধু বইয়ের পাতায় শোভা পায় এখন
মনের পিঞ্জর থেকে উড়ে গেছে বহু দূরে
সুদূর সাইবেরিয়ায়
সুকঠিন বরফের নিচে চাপা পড়ে গেছে


হয়ে গেছে "জীবন্ত মমি"


১১/০৫/২০২২ ইং