আদার ব্যবসা করি আমি
জাহাজের খোঁজ রাখি না,
জাহাজ মালিক তবুও তাড়ায়
এক জায়গাতে থাকি না।


যতই আমি দূরে থাকি
হারামজাদা লয় পিছু,
রেগে গেলেও তারে আমার
বলার ইচ্ছে নেই কিছু।


তার জ্বালাতে ব্যবসা নষ্ট
এখন আমি নিরুপায়,
ইচ্ছে করছে ভীষণ জোরে
মারতে লাথি ওর পাছায়।


লাথি মারলে জানি আমি
খাটতে হবে আমায় জেল,
নইলে ব্যাটা রোজ-ই আমায়
দেখাবে এই মরণ খেল।


ভুখা পেটে মরার চেয়ে
মরা ভালো দিয়ে লাথ,
ওকে লাথি মেরে আমি
খাবো না হয় জেলের ভাত।


২৮/০৮/২০২১ ইং