জীবনটা এমনই!
সুখের চেয়ে দুঃখের পাল্লা ভারী!
তবুও এক টুকরো সুখ হাজারমনী দুঃখকে ভাসিয়ে নিয়ে যায়!
খড়কুটো যেভাবে ভেসে যায় বানের জলে
অপরের সুখ দেখে হাপিত্যেশ করলে সুখ আসে না;
সুখ আসে কর্মে
অসৎ ভাবনার দ্বারা সংগঠিত অসৎ কর্মে নয়
কর্ম হতে হবে যথার্থ ভাবনায় সৎপথে সৎকর্ম
আঁধার রজনী শেষে হেসে ওঠে সোনার অরুণ
আবার দলছুট মেঘেরা ঘিরে ধরে তাকে
চলে আলো-আঁধারির খেলা
জীবনও ঠিক তেমন
সুখের আকাশ ঢেকে যায় বেদনার মেঘে
মেঘের আড়ালে যেভাবে উঁকি মারে সূর্য
তেমনি দুঃখের পশ্চাতে উঁকি মারে সুখের হীরক দ্যুতি
নুন ছাড়া কোন খাবার ভালো লাগে না
দুঃখ ছাড়া সুখও তেমনি- ভীষণ পানসে
রাত আছে বলেই তো দিনের এত কদর
প্রকৃত অর্থে মানুষের নিয়ন্ত্রণে কিচ্ছু নেই
তাই সব কিছুকে মেনে নেয়ার অভ্যাস করা দরকার
তবেই কমে যাবে দুঃখের তীব্রতা
কষ্ট তখন আর দেবে না কষ্ট
তখনই এক টুকরো সুখ বয়ে আনবে দখিনের সজীব সমীর
ফুলে ফুলে ভরে উঠবে হৃদয় আঙিনা
হৃদয়ে বেজে উঠবে ঝরা পাতার মর্মর ধ্বনি
অনুভূত হবে নির্মল আনন্দ--


০৮/০১/২০২২ ইং