ঝড়ের রাতে এলে তুমি
                           আমার ঘরের দ্বারে,
অজানা এক আশঙ্কাতে
                           কাঁপছি বারে বারে।


এলে যখন আমার ঘরে
                           রাত্রি তখন দ্বিপ্রহর,
সুপ্তিমগন বিশ্ব তখন
                           আমার ঘরে আলোর ঝড়।


তোমার দিকে চেয়ে আমার
                           বক্ষ দুরুদুরু,
কী যেন কি প্রলয় ঝড়ের
                           আগমনি শুরু!


শ্রাবণ ধারা বইছে চোখে
                           গম্ভীর কালো আস্য,
হারিয়ে ফেলার ভয়ে আমায়
                            মুখেতে নেই হাস্য।


তাই তো তুমি ঝড়ের রাতে
                            আলোর বন্যা হয়ে,
প্রলয় ঝড়ের মতো আমার
                            বক্ষে যাচ্ছ বয়ে।


চাইনি তোমায় এমনি করে
              আঁধার রাতে আমার ঘরে
                            দুঃখে ভাঙা বুক,
তুমি আমার নীল আকাশে
                            লক্ষ তারার সুখ।


স্বপ্ন ছিল আমার মনে
              ফাগুন রাঙা মধুর ক্ষণে
দিনের আলোর প্রদীপ জ্বেলে
              আনবো তোমায় হেসে-খেলে,
                             আমার ভাঙা আগারে,
তোমার রূপের আলোক শিখায়
                             ভাগবে আঁধার ভাগাড়ে।


সন্ধ্যা রবির আবির মাখা
              সুখ বাগানের ছবি আঁকা
                            তোমার হাসি মুখ,
তাড়িয়ে দেবে আমার ঘরের
                            আঁধার ঘেরা দুখ।


০২/০৭/২০২১ ইং