করোনা যাবেনা ধরনা দিলে
এ ব্যাটা ভীষণ পাজি,
করোনাকে জয় করতে হলে
হতে হবে সবে রাজি--


মানবে সকলে করোনা আইন
বাড়াবেন ব্যবধান,
হারাতে হলে করোনাকে কেউ
করবে না এর আন।


হাটে যাও আর বাজারেই যাও
থাকো সবে দূরে দূরে,
কেনাকাটা করো ব্যবধান রেখে
ওই ব্যাটা যাবে উড়ে।


বায়ুবাহিত নয় করোনা, ওহে,
জল বাহিতও নয়,
পেপারের দ্বারা ছড়ায় না ইহা
তবে কেন এত ভয়?


সচেতন হলে আমরা সবাই
হতে পারে এর নাশ,
নিয়ম বিধি মানলে সবাই
পাবেনা ফেলিতে শ্বাস।


হাঁচি, কাশি আর থুথুর মাধ্যমে
ছড়ায় বেশি করোনা,
মুখে মাস্ক আর দূরত্ব থাকলে
থাকেনা কোন ভাবনা।


হাঁচি, কাশি দেয়ার সময় সবে
ঢাকবে রুমালে মুখ,
সুযোগ পাবেনা ছড়াতে করোনা
হোক যতই দুর্মুখ।


নিয়ম করে বারেবারে সবাই
ধোবেন নিজের হাত,
সুযোগ পাবেনা করোনা সাহেব
করিবার উৎপাত।


ভালোবাসো সবে দূরে দূরে থেকে
ধরো না কারোর হাত,
সুযোগ পাবেনা ওই বদমাশ
ধরে যাবে তার বাত।


নমস্কার করো দূরে থেকে থেকে
কোরনা তো কোলাকুলি,
কিছুতেই করোনা পাবেনা রাস্তা
খুঁজবে সে চোরাগলি।


অনুরোধ করি সকলকে তাই
মানো করোনা আইন,
অন্যথায় কিন্তু দিতে হবে সবার
অনেক বড় ফাইন।


এ ফাইন নয় হীরা, রুপা, সোনা
নহে তো সাধের বাড়ি,
জীবন প্রদীপ নিভে যাবে ধীরে
জীবনে পড়বে দাঁড়ি।


১৭/০৬/২০২০ ইং


ছোটভাই বিজন বালা মানুষকে সচেতন করার জন্য কিছু লিখতে বলেছিল। তাই এটা লিখলাম। সবাই সচেতন হোন, নিরাপদে থাকুন, করোনা থেকে বাঁচুন।