দশ মাস দশ দিনের জঠরজ্বালা সয়ে সন্তানকে
যিনি পৃথিবীর আলো দেখায় তিনি "মা"--      
কুম্ভের মতো বুকে আগলে রেখে যিনি সন্তানকে
বড়ো করে তোলে তিনি "মা"--
ভিজে স্যাঁতস্যাঁতে বিছানায় শুয়ে
সন্তানকে বুকের উপর ঘুম পাড়িয়ে
যিনি নির্ঘুম রাত কাটায় তিনি "মা"--
সন্তানের অমঙ্গল আশঙ্কায় যিনি সর্বদা
কাঁটা হয়ে থাকে তিনি-ই "মা"--


পৃথিবীর প্রায় সকল নারী একদিন "মা" হয়,
হয় কারো সহধর্মিণী, কারো ভগ্নি, কারো দুহিতা--
সহধর্মিণী রূপে স্বামীকে দেয় ভালোবাসা,
বিপদে সাহস, ধৈর্য ধরার প্রেরণা, উন্নয়নের উদ্দীপনা--
ভগ্নি রূপে ভাইকে বাঁধে মমত্বের বেড়াজালে,
বোনের ভালোবাসা যে পায়নি সে চিরকালের কাঙাল--
সকল কন্যা পিতার চোখের মণি, হৃদয়ের স্পন্দন,
বেঁচে থাকার অবলম্বন, স্বপ্ন--
বিশৃংখল, ছন্নছাড়া সংসারকে, জীবনকে
ফুলের মতো সাজাতে পারে যে, সে একজন "নারী"--
নারীর প্রেরণায় একজন পুরুষ হতে পারে
কালজয়ী বীর, হতে পারে মহিমান্বিত সম্রাট--
আবার সেই নারী-ই পারে কোন পুরুষকে স্বর্গ থেকে টেনে নামাতে মর্ত্যলোকে--
প্রয়োজনে সেই নারী-ই হতে পারে
দাবানলের মতো দাহ্য--
আগ্নেয়গিরির গলিত লাভা, ধ্বংসের বহ্নিশিখা--


নারী ধরিত্রীর মতো সর্বংসহা--
আকাশের মতো উদার--
প্রেম-ভালোবাসায় ফুলের মতো পবিত্র,
আর সাগরের মতো গভীর--
দৃঢ় প্রতিজ্ঞ, নীতিতে পর্বতের মতো অটল--
যার ভালোবাসার ফল্গুধারায় সিক্ত হয়
স্বামী-সন্তান-পিতা, সব পুরুষ--


"নারী" মানে কঠিন-কোমলের অপূর্ব সম্মিলন--
"নারী দিবসে" সেই বহুরূপী, সর্ব গুণে গুণান্বিতা
পৃথিবীর সমস্ত "নারী"-কে জানাই
আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং
প্রাণঢালা ভালবাসা--


জয় হোক নারীর--
জয় হোক মানবতার--


০৮/০৩/২০২১ ইং