চারিদিকে হাহাকার বানভাসির শোক,
প্রলয়ের টানে ভেসে গেছে কিছু লোক।
ঘর-বাড়ি ভেসে গেছে, নিয়ে গেছে সব,
পেটে কোন দানা নেই, শুধু কলোরব।


পথ-ঘাট ডুবে গেছে চারিদিকে জল,
দাঁড়াবার ঠাঁই নেই ক্ষুধার ধকল।
ছেলে-মেয়ে ছোট ছোট হাতে ধরে হাত,
জননীর হাত ধ'রে ঘোরে দিন-রাত।


ঘোলা জলে নেচে নেচে কিছু ছেলে-মেয়ে,
জল দিয়ে খেলা করে গান গেয়ে গেয়ে।
বড়োরা ধমক দেয়, শিশুরা উদাস,
তার পাশে মুখ গুঁজে ছাগ খোঁজে ঘাস।


মানুষের জীবনে যে আসে কত দুখ,
বান্যা, খরা, ঝড়, জলে থাকে কত ভুখ!
এর সাথে মিশে গেছে করোনার দল,
গাঁট শূন্য পেট শূন্য, মনে নেই বল।


ছোট ছোট ছেলে-মেয়ে বসে বসে ভাবে,
পড়ালেখা খেলাধুলা শেষ হয়ে যাবে?
এভাবেই বসে বসে কেটে যাবে দিন?
পাবো নাকি ফিরে আমরা আবার সুদিন?


হতাশার মায়াজালে কেটে যায় বেলা,
এ ধরায় জীবনের কদিনের খেলা।


১৬/০৭/২০২০ ইং


অক্ষরবৃত্ত ছন্দ
মাত্রা- ৮+৬