শারদ দেবী দুর্গা মাতা আসবে তুমি মর্তে,
তোমার সন্তান নেই তো সুখে চক্ষু তাদের গর্তে।
উদর তাদের শূন্য হাঁড়ি আগুন ছাড়াই জ্বলে,
সুখের আশায় দিন বয়ে যায় নয়ন ভরা জলে।


আসবে যদি মুঠো ভ'রে এনো কিছু সুখ,
ছড়িয়ে দিও সন্তান মাঝে দূর করতে বিষ দুখ।
এনো সঙ্গে সৃষ্টিছাড়া অসুর বধের মন্ত্র,
পৃথিবীতে ওরাই এখন সুখ বিনাশের যন্ত্র।


সাদা মেঘের ভেলায় চ'ড়ে শরৎ রানী আসে,
তোমার আগমনী শুনে শিউলি সুবাস ভাসে।
শিশির-ঝরা শিউলি হয়ে এসো গো মা নেমে,
তোমার পদধ্বনি শুনে দানব উঠুক ঘেমে।


ওই যে দেখো আকাশ ভালে সাদা মেঘের ভেলা,
যখন খুশি যেমন খুশি করছে সুখে খেলা।
ইচ্ছে মতো পড়ছে ঝরে মেঘের কান্না হয়ে,
তুমি না হয় সুখ এনে দাও একটুখানি বয়ে।


সারা বছর বসে থাকি তোমার অপেক্ষায়,
দূর করে দাও করোনাসুর তোমার মুঠোর ঘায়।
তোমার সুখের একটু কণা দাও এনে দাও মনে,
কান্না ভুলে একটু হাসি শারদ প্রভাত ক্ষণে।


১০./১০/২০২১ ইং