থাকতে চাইলে আমার সাথে নেই তো কোন মানা,
আমি থাকি নেশায় মত্ত এটা সবার জানা।
দিবস আমার কাটে ভালো রাত্রি এলেই জ্বালা,
মনটা করে উড়ু উড়ু সুখের ঘরে তালা।


তোমার ভালো লাগলে তুমি এসো আমার ঘরে,
বন্ধু হয়ে থাকবে পাশে দুঃখ-আঘাত-ঝড়ে।
একটু-আধটু বকবো হয়তো খেলে সুধা রস,
সে সব সয়ে থাকো যদি বাড়বে তোমার যশ।


একটু না হয় খাবোই তাড়ি, খাই না তো আর ঘুষ,
পরের লাথি-গুতো খেলেও ফিরে না যার হুঁশ।
হলেও আমি মাতাল মানুষ বিবেক টা টনটন,
কারো মনে দুঃখ দিয়ে জ্বালাই না লণ্ঠন।


নেতার মতো কারো মাথায় রেখে আমি বাহু,
পেছন থেকে ছুরি মেরে সাজি না তো রাহু।
খাদ্যদ্রব্যে ভেজাল দিয়ে করে যারা কারবার,
নই তো আমি ওদের মতো, তওবা করি বারবার।


নেশার ঘোরে হয়তো বলবো দাওনা ঢেলে আরো,
খাও না তুমি আমার সাথে একটু যদি পারো।
ইচ্ছে হলে খাবে একটু, নয়তো থাকবে দূরে,
তোমার রূপের আগুন মেখে গাইবো যে গান সুরে।


মনের জ্বলা, বুকের জ্বালা মেটার এটাই পথ,
একটু হলেও আগে আসবে স্বর্গে যাওয়ার রথ।
করলে করি নিজের ক্ষতি পরের ক্ষতি করি না,
যার যা খুশি ভাবতে পারে কাউকে আমি ডরি না।


০১/০৪/২০২১ ইং