নেংটি ইঁদুর যখন তখন লাফিয়ে উঠে গায়,
ধমক দিলে মামুর জোরে মারতে ছুটে যায়।
সাহস তোদের নয়তো রে কম আমায় ধমক দিস,
মামু এলে পালাবার আর পাবিনা তো দিশ।


নেংটি ইঁদুর বাড়ছে ভীষণ বেঁচে থাকা দায়,
ঘরের খাবার নষ্ট করে ক্ষেতের শস্য খায়।
রক্তবীজের মতো ওরা ছড়িয়ে চতুর্দিক,
যুবতীদের দেখলে ইঁদুর হাসে যে ফিক ফিক।


ওদের দলে ভিড়ছে এসে খেক শিয়াল আর বেজি,
দলটা দারুণ শক্ত ওদের এখন ওরা তেজি।
রাস্তাঘাটে ধরে টানে মায়ের-বোনের শাড়ি,
বললে কিছু রাত্রিবেলা হয় যে চড়াও বাড়ি।


গয়না-গাটি লুট করে নেয় লুটে বোনের লাজ,
থানায় খবর দিলে বলে এখন বড়ো কাজ।
সময় পেলে ওবেলাতে যাবো তোমার বাড়ি,
লাঠির ঘায়ে মারবো ইঁদুর করছি আমি আড়ি।


সকাল-দুপুর-বিকেল গিয়ে রাত্রিবেলা শুনি,
মন্ত্রী মামু বলছে নাকি ভাগ্নে আমার গুণী।
তার বিরুদ্ধে করছে ওরা মিথ্যে অভিযোগ?
মারের চোটে ভালো করো ওদের যতো রোগ।


ইঁদুরের দল পোষে দেখো থানার দারোগায়,
মন্ত্রী পোষে দারোগাকে লজ্জা নাহি পায়।
আমরা সবাই চুনোপুঁটি ওদের সবার খাবার,
আসুন গায়ে বিষ মেখে নিই করবে ওরা আহার।


ইঁদুর মারতে লাগবে অনেক ধন্বন্তরি বিষ,
ইঁদুর মারতে হাত যে আমার করছে যে নিশপিশ।
ইঁদুর মেরে আমরা সবাই করবো দেশটা সাফ,
ইঁদুর পুলিশ ইঁদুর মামু বলবে এসে বাপ।


১৩/১০/২০২০ ইং