যে ভূখণ্ডের লাখো সন্তান বুকের রক্ত ঢেলে,
স্বাধীন করলো স্বদেশ ভূমি জীবন অবহেলে।
সে ভূখণ্ডে কেমন করে ঘুমায় রাজাকার?
কেন তাদের পোষ্য পুত্র হয়না রে ছারখার!!


মায়ের কোলে ঘুমিয়ে থাকা বীর শহীদদের দান,
বাংলার বুকে রাজাকাররা গাইছে বিজয় গান।
এ পরিহাস কেমনে সইবে ঘুমিয়ে থাকা বীর?
বীর বাঙালি ভুলে গেছ মায়ের অশ্রু নীর?


শেখ মুজিবের জীবন নিয়ে হয়নি ওরা শান্ত,
মুখোশ এঁটে সবার মাঝে ওরাই সৌম্য কান্ত।
বীর বাঙালি নতুন করে দাওনা অস্ত্রে শান,
নইলে ওরা কেড়ে নেবে স্বাধীন দেশের মান।


সারা দেশে ঘুরে বেড়ায় পরাজিত হায়না,
স্বপ্ন দেখে পাকিস্তানের স্বাধীন বাংলা চায়না।
বিজয় মাসে আসুন সবাই করি অঙ্গীকার,
ধ্বংস করবো ওদের বাসর লাগলে হাজার বার।


বাংলা মায়ের দামাল ছেলের রক্তে গড়া দেশ,
রাজাকাররা এখনো যে আছে দেখছি বেশ।
আসুন সবাই অস্ত্র ধরি করি পুনঃ রণ,
শত্রুমুক্ত করতে বাংলা করি সবাই পণ।


১৬/১২/২০২০ ইং