ছিঃ ছিঃ দাদা! করছো তুমি এত্তো ছোট্ট কাজ!
এ কাজ করতে তোমার কি ভাই হয়না একটু লাজ?
শিক্ষা-দীক্ষায় কত্তো বড়ো এই গাঁয়েরি মাথা,
ধুচ্ছ বাসন, যে-হাতে আজ থাকবে কলম খাতা।


কর্ম-ই ধর্ম এই কথাটা নিশ্চয়-ই তোমরা জানো,
কাজ কখনো হয় না ছোট এই কথাটা মানো।
যে কাজ তুমি করো না কেন করবে দিয়ে মন,
উহাই তোমার গড়বে জীবন আনবে ডেকে ধন।


কাজে কোন লজ্জা নেই রে! লজ্জা করলে চুরি,
চুরি করে প্রাসাদ গড়ছে নজির ভুরি ভুরি।
টাকার জোরে হয়তো কিছু জুটছে চাটুকার,
তাই বলে কি কর্মবীরের সুখ্যাতি হয় তার?


বিদ্যাসাগর, রামমোহন রায় ছিলেন কর্মবীর,
দেশ ও জাতি তাদের জন্য রাখছে উচ্চ শির।
চোরকে সবাই ঘৃনা করে ছিঃ ছিঃ করে মনে,
চোর মহাশয় পথে-ঘাটে প্রমাদ সদাই গনে।


তাইতো বলি কাজ কখনো করবে না ভাই হেলা,
যখন যে কাজ আসবে সামনে কাটাও করে বেলা।
ওতেই আসবে অর্থ-কড়ি জুটবে পেটের আহার,
শান্তিতে নেই গড়ছে যারা চুরির অর্থ-পাহাড়।


০৫/০২/২০২১ ইং