তুমি আমার হৃদয় মাঝে
                    সদ্য ফোটা পদ্ম,
তোমায় ছাড়া জীবন আমার
                    ছন্দবিহীন গদ্য।


তোমার আগমনী ধ্বনি
                    জানায় দখিনা হাওয়া,
মনে জাগে দারুণ খুশি
                    এ যে ভীষণ পাওয়া।


তুমি এলেই গন্ধ ছড়ায়
                    ফুল বাগিচার ফুল,
খুশির শিহরণে জাগে
                    আমার হৃদয় কুল।


যখন তুমি যাও গো দূরে
                    হৃদয় জুড়ে খরা,
এ যেন এক অচল নদী
                    বালুচরে ভরা।


এসে কেন বারে বারে
                    যাও গো তুমি ফিরে?
তুমি বিহীন আঁধার এসে
                    ধরে আমায় ঘিরে।


এসে আমার হৃদয় মাঝে
                    করো আমায় ঋণী,
ভুলতে আমি পারবো না গো
                    তোমায় কোন দিনই।


(গীতিকবিতা)


০২/০৯/২০২১ ইং