তোমার জন্য মনটা আমার কেমন কেমন করে,
আসতে যদি আবার ফিরে এ ধরণী 'পরে।
তোমায় ছাড়া বিশ্ব এখন আঁধার ঘেরা মরু,
জল অভাবে যেমন দেখায় পত্রবিহীন তরু।


তুমি এলে অবনী ফের উঠবে আবার জেগে,
মরা গাঙে আসবে জোয়ার ছুটবে প্রবল বেগে।
তুমি এলে মরা গাছে ফুটবে হাজার কুঁড়ি,
বোবার মুখে ফুটবে হাসি ছুটবে কথার তুড়ি।


তুমি এলে তোমার ভাষায় পাখির কন্ঠের গীতি,
তাড়িয়ে দেবে গুমোট হাওয়া দূর করবে সব ভীতি।
আঁধার ঘেরা অখিল ভুবন উঠবে আলোয় হেসে,
তোমার ছোঁয়ায় মানব মনের হিংসা যাবে ভেসে।


লোভ-লালসা, দুর্নীতিতে পৃথিবী আজ নিঃস্ব,
তোমার ছোঁয়ায় হতে পারে সুগন্ধময় বিশ্ব।
শ্রাবণ এলেই কষ্ট নদী উথলে ওঠে মনে,
অবুঝ এ মন তোমার আশায় পথ চেয়ে দিন গনে।


০৯/০৮/২০২১ ইং


কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে আরেকটি নিবেদন।