ধ্বংসের নিশান ওড়ে চারিদিকে ওই,
কেউ বসে মহাসুখে খায় চিড়া দই।
কারো বুকে হাহাকার বেদনার ঢেউ,
অর্ণব তরঙ্গ যেন, দেখে না তো কেউ।
ক্ষমতা মোহান্ধ হয়ে মাসাধিককাল,
নির্বিঘ্নে মানুষ মারে অসুস্থ মাতাল।
আপনার সৃষ্ট ধ্বংসে অনড় অনঙ্গ,
নপুংসক আস্ফালন করে জাতিসঙ্ঘ।


নির্বিকার বিশ্ববাসী অরুণের মত,
রোজ উঠে শুতে যায়, খায় পায় যত।
জিঘাংসার লহু দেখে জাগে না চেতন,
আপন উদর পুরে উড়ায় কেতন।
প্রভুত্ববাদী যেদিন আপনার ঘাড়ে
বাজাবে দুন্দুভি এসে, কে রুধিবে তারে!?


০৯/০৪/২০২২ ইং