নন্দবাবু ডিগবাজি মাস্টার
জিততে পারেনি কখনো কোনো নির্বাচনে
দুর্নীতির এঁদো ডোবায় ডুবেছিলেন আকন্ঠ
শিয়ালের মতো চতুর নন্দবাবু বাঁচার জন্য
আশ্রয় নিয়েছিলেন বড়ো বটগাছের নিচে
সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন ঝলমলে রোদের দেখা
পেয়ে গেলেন দুর্নীতির আঁশটে গন্ধ থেকে মুক্তির সনদ
পূরণ হল আজন্ম লালিত স্বপ্ন
বড়ো বটগাছের ছত্র-ছায়ায় জিতে গেলেন নির্বাচনে
মূষিক থেকে হয়ে গেলেন বিড়াল


হনুমানের লঙ্কা বিজয়ের মতোই বিজয়ী হয়ে
বড়ো বটগছ থেকে লাফ দিয়ে চলে এলেন
স্থানীয় বড়ো বটগাছে
নিজের পুরনো ডেরায়
গৃধ্রীর মুখে ফোটে জোছনা মাখানো মধুর হাসি
মালিকা বদল করেই শুরু করে রংবাজি খেলা
আর পায় কে?
কিন্তু নাটকের এখানেই শেষ নয়
সভাকক্ষে তিনি আসন গ্রহণ করলেন
বড়ো বটগাছের নিচ; যাকে পরিত্যাগ করেছেন
পিএসি পদের দখলদারিত্ব পেতে চান তিনি
যে পদটি প্রথাগতভাবে বিরোধীদলীয়--


চলমান সরকারি দলে এলেও
পিএসি পদে নির্বাচিত হওয়ার জন্যই
সভাকক্ষে বসেছেন বিরোধী আসনে
উদ্দেশ্য পূরণ হলেই ফিরে যাবে সরকারি দলে
এ ভাবেই চোর ধরার বিচারক হয়ে যাবেন
চোরের সাগরেদ--!!
কী মজা তাই না--!?
ষোলকলা পূর্ণ হতে সামান্যই বাকি--
আত্মসম্মান বিক্রি করে পেট চালায় গণিকারা
নীতি আছে তাদেরও--
কিন্তু ভদ্রবেশী নীতিহীন শাখামৃগদের
নির্লজ্জতা দেখে লজ্জা পায়
নির্লজ্জ বেহায়া--


ডুকরে ডুকরে কেঁদে ওঠে গণতন্ত্র--


০৪/০৭/২০২১ ইং


(পি এ সি (পাবলিক একাউন্টস কমিটি) সরকারের সমস্ত আয়-ব্যয়ের হিসেব-নিকেশ পরীক্ষা-নিরীক্ষা করে। সরকার যাতে বেহিসেবি, বাজে খরচ করতে না পারে সে কারণে প্রথাগতভাবে বিরোধী দলীয় নেতা হয় এই কমিটির প্রধান। এই কমিটির কাছে সরকারের জবাবদিহিতা থাকে। সরকারি দলের কেউ এই কমিটির প্রধান হলেন জনগণ বা কারো কাছেই সরকারের কোনো জবাবদিহিতা থাকে না।)