নিজের বাপের ঠিক নেই তোর
                পরের জন্মের দোষ ধরিস?
ঘুষের টাকায় বাড়ি করে
                লাট সাহেবের ভাব করিস?


সময় যখন উল্টে যাবে
                খুলবে তোর ওই হাল কাছা,
রঙিন পিঁপড়ের কামড় খেয়ে
                 ফুলবে যে তোর লাল পাছা।


তিড়িংবিড়িং দৌড়ে তখন
                হারিয়ে ফেলবি দিক-বিদিক,
সময় থাকতে শুধরে গেলে
                হয়তো বুঝবি কোনটা ঠিক।


আঁধার রাতের তোরা রাজা
                রাত পোহালেই অন্য কেউ,
রবিরশ্মির করাঘাতে
                কাঁদবি তখন শব্দে ভেউ।


ঘাস ফড়িং এর কর্ম দেখে
                বুঝতে পারিস খানিকটা,
অগ্নি দেখে লম্ফ দিয়ে
                শেষ করে প্রাণ মানিকটা।


পরের ধনের পোদ্দারি ছাড়
                থাকবি ভালো ওপারে,
নইলে যাবে এপার-ওপার
                খাবি খাবি সব পারে।


২৩/০৪/২০২১ ইং