খেয়ে খেয়ে আমি হয়ে গেছি মোটা ভুড়িটা গিয়েছে বেড়ে,
পলান্ন হলে পাঁচ কিলো আমি দেই অনায়াসে ঝেড়ে।
ভয়ে কেউ আর ডাকেনা আমায় খাবার নিমন্ত্রণে,
চুপিসারে গিয়ে বসে পড়ি আমি ভদ্রলোকের সনে।


আমায় দেখলে আয়োজকগণ চিন্তায় পড়ে যায়,
তাদের খাবারে টান পড়ে যাবে করে শুধু হায় হায়!
লজ্জার ধার ধারি না আমিও খেয়ে যাই মাথা নুয়ে,
জীবন বাঁচাতে সম্মান গেলে যাক খানিকটা ধুয়ে!


অফিসের সব কাগজপত্র লুকিয়ে চুরিয়ে রাখি,
মুঠি ভরে ভরে অর্থ না দিলে মুদে থাকি আমি আঁখি।
নিজেরটা খাই সাহেবেরটাও, তবুও ভরে না পেট,
সবাইকে বলি কাজ পেতে চাও? দাও বেশি বেশি রেট।


কাজের স্বার্থে সবাই আমায় দেয় চাহিদার কড়ি,
অর্থ পেলেই অর্থ দাতার কাজটা প্রথমে ধরি।
এমনি করেই রেশনের চাল, লুটি বিধবার গম,
অন্যেরা কিছু পাক বা না পাক আমার হয় না কম।


ক্ষুধার জ্বালা তো সয়না আমার সবাই বলেন খাদক,
যতো খেয়ে যাই ততো পেতে চাই পেট ভরে খাই মাদক।
বড়ো রকমের দুর্নীতি করে হয়েছে আমার জেল,
এখন আমার খাবার জোটে না পাইনা কিছুতে বেল।


২৭/১০/২০২০ ইং