নেড়ি কুকুরগুলো দল বেঁধে চলে নির্ভয়ে
এ পাড়া থেকে ও পাড়া
যেন মুক্ত আকাশের স্বাধীন শকুন
নির্ভীক প্রভুভক্ত সেনানী
মানে না কোন নিয়ম নীতি
নয় তাঁরা শৃঙ্খলার দাস
সম্মুখে যাকে পায় কামড়ায় তাকেই
মানুষ-গরু-ছাগল-হাঁস-মুরগি
আত্মসমর্পণ না করলে বাদ যায় না কেউ
সমগোত্রীয় কিছু কুকুর ছাড়া
ওদের হিংস্র দন্ত-নখর থেকে রেহাই নেই কারো
যেহেতু সর্বদা ওরা প্রভুভক্ত
অপেক্ষায় থাকে অন্নদাতার নিষ্ঠুর নির্দেশের
আর নির্দেশ পেলেই ঝাঁপিয়ে পড়ে এক লহমায়
দিন দিন বাড়ছে ওদের প্রভাব বলয়
সুনামির জলোচ্ছ্বাস কিংবা
দোর্দণ্ড ভূমিকম্পের মতো সর্বগ্রাসী ওরা
সহ্য করেনা বিরুদ্ধ মতবাদ
পাড়ার ডাস্টবিন থেকে শুরু করে
উন্মুক্ত ময়দান-মাঠ-ঘাট-পথ সব ওদের দখলে
ব্যস্ত সীমানা বাড়াতে
লক্ষ্য এবার মানচিত্র দখলের
বজ্র-বিদ্যুতের মোহনীয় আলোক ছটায়
দিগভ্রান্ত নির্বোধ মানুষগুলো
নিয়মিত সুস্বাদু খাবার দিয়ে পুষে চলেছে ওদের
দুধ কলা দিয়ে বিষধর ভুজঙ্গ পোষার মতো
আর তৃপ্তির ঢেকুর তোলে বেঠিক সুখের ঠিকানায়
অপকর্মে নির্বাক দর্শক
ওদের খেলার পুতুল--


১০/১০/২০২১ ইং


বিঃ দ্রঃ ওরা কিন্তু চতুষ্পদী নয়; দ্বিপদী সব জন্তু।