গগন খুড়ো তীর্থে যাবে খুড়ি যাবে সঙ্গে,
খুড়ো বলে এমন কথা শুনেছে কেউ বঙ্গে?
আমার পুণ্যে তোমার পুণ্য,
সঙ্গে গেলে পকেট শূন্য,
খুড়ি বলে, কাকে নেবে? আছো দেখি রঙ্গে!


খুড়ো বলে এ কি বিপদ! যাবো আমি একা,
দুজন গেলে খরচ বেশি, হবে যে কম দেখা।
আমার চোখে দেখবে তুমি,
মথুরা-বৃন্দাবন ভূমি,
খুড়ি বলে, এই চালাকি চলবে না গো! নেকা!


খুড়ি বলে, তুমি গেলে সঙ্গে যাবো আমি,
আমি জায়া, তুমি আমার সাত জনমের স্বামী।
একা ছাড়লে আমার মনে,
চিন্তা আসবে ক্ষণে ক্ষণে,
সঙ্গে গেলে তোমার সেবা করবো দিবা-যামী।


অনিচ্ছাতে খুড়ো রাজি, খুড়ির খুশির ঢেউ,
খুড়োর মুখের মলিন হাসি নেই যে দেখার কেউ!
মুচকি হাসি খুড়ি হাসে,
খুড়ো বসে খুক্ খুক্ কাশে,
শোনা গেল, পাশের গাঁয়ের ক্ষেন্তি কাঁদে ভেউ।


২৭/১১/২০২১ ইং