বন্ধ ঘরে অন্ধ হয়ে থেকো না আর চুপ,
বাইরে এসে দেখো চেয়ে সূর্য জ্বালায় ধূপ।
দুয়ার খুলে হও না বাহির
করো না আর জ্ঞানের জাহির
চেয়ে দেখো সূর্যালোকে জগৎ আলোকময়।
রবির কিরণ ছাড়া পৃথ্বী আঁধার কারাময়।


সূর্য যদি না থাকে রোজ কোথায় পাবে আলো?
কোথায় থাকবে পেশী শক্তি, হম্বি-তম্বি ভাব?
কাকের মতো চক্ষু বোজার ছাড়ো না স্বভাব!


আজকে যারা শিশু-কিশোর তারাই দেশের সূর্য,
দেশ গঠনে কিংবা রক্ষায় ওরাই রণতূর্য!
ওরা যদি না পায় শিক্ষা, না পায় জ্ঞানের আলো,
কার বা এমন সাধ্য আছে করবে দেশের ভালো?
সূর্য যদি মেঘে ঢাকে, না দেয় আলো, তাপ
বলতে পারো কোথায় পাবে জীবনের উত্তাপ?
শিক্ষা ছাড়া শিশু-কিশোর মেঘে ঢাকা রবি,
দীপ্তি ছাড়া ওরা যেন দেয়াল জোড়া ছবি।
অজ্ঞানতার অন্ধকারই ওদের পথের বাধা,
ওদের শিক্ষা বন্ধ করে চাও বানাতে হাঁদা?


শিক্ষার আলো পেলে ওরা সূর্যতেজি হবে।
ওদের তেজোদীপ্ত আলোয় আঁধার দূরে রবে।
স্কুল যদি থাকে বন্ধ
চক্ষু থাকতে হবে অন্ধ
কোথায় পাবে জ্ঞানের মশাল আঁধার তাড়াবার?
স্কুল-কলেজ দাও না খুলে বলছি বারংবার।


তোমরা যারা দেশটা চালাও মুখোশ ঢাকা মুখ,
আপন স্বার্থ রক্ষা করতে দেশ বেচে পাও সুখ।
স্কুল-কলেজ বন্ধ রাখা আত্মঘাতী কাজ,
নিজের পায়ে কুড়াল মেরে করছো তোমরা রাজ।
সূর্যতেজি শিশু-কিশোর
না যদি হয় জ্ঞানে বিভোর
দিবালোকে দেখতে পাবে ভয়াল আঁধার ঘোর।
কূট-কাচালি বন্ধ করে খোলো শিক্ষার দোর।


০১/০২/২০২২ ইং