এ জীবন একদিন হয়ে যাবে শেষ,
থাকবে না এ ধরায় কোন চিহ্ন লেশ।
ভুলে যাবে সকলেই ছিলাম হেথায়,
মিশে যাবো ধরণীর মাটির ধুলায়।
কদিনের এ জীবনে করি অহংকার,
আপন স্বার্থে করছি ক্ষতি সকলার।
কত দুঃখ, কত ক্লেশ দেই সদা আমি,
ভাবি না দেখছে সব ওই অন্তর্যামী।


যদি কেউ ভাবে স্রষ্টা অন্ধ, কালা, বোবা,
শতবার কান ধরে করে নাও তোবা।
বিশ্ব চরাচরে দেখো যত গ্রহ, তারা,
কার প্রভাবে ওদের অবিরাম ধারা?
ক্ষুদ্র আমি অতি তুচ্ছ করি অহংকার,
কুয়ায় বসিয়া ভাবি জ্ঞানের আধার।


২৭/১২/২০২০ ইং