তোর আস্তিনে যতো বিষ আছে ঢাল,
নীলকণ্ঠের মতো নেবো শুষে সব।
সূর্যগ্রহণ লেগে যাবে তোর ভালে,
বিষের অভাবে করবি রে কলরব।


তুই বিষহরি! বিষ ঢালা তোর কাজ,
ছোবলে ছোবলে করে দে না সব নীল।
একদিন তুই করবি রে হাহাকার!
নীল সন্ধানে হয়ে যাবি গাঙচিল।


মেঘের মতোই করে যাবি ইতি-উতি,
সাগরের বুকে খুঁজবি শান্ত ঢেউ।
বুকের ভেতরে জেগে ওঠা বালুচর,
থাকবে ঊষর, শুনবে না ব্যথা কেউ।


সাগরের ঢেউ বসে বসে গোনা যায়,
যায় কি গো গোনা বুকের অনল বান?
জ্বালাবে-পোড়াবে দগ্ধ তুষের মতো,
কেঁদে কেঁদে তুই হয়ে যাবি হয়রান।


কষ্ট দেয়ার কষ্টে পুড়বি রোজ,
দাউ দাউ বুকে খুঁজবি শাওন ধারা।
চিতার আগুন নেভানো আকুতি নিয়ে,
জল চেয়ে চেয়ে হবি রে পাগল পারা।


২৫/০৪/২০২২ ইং