দু-দিন বিশ্রাম নিলাম
ক্লান্তির অবসাদ মেখে নয়; সময়ের দাবি মেনে
রাতের চাঁদ-তারা যেভাবে বিশ্রাম নেয়
দিনের আলোর গভীরে
যার আলোয় আমি উদ্ভাসিত, অনুপ্রাণিত
যার উদ্দীপনা লোহিত কণিকার মতো
বইছে আমার শিরায় শিরায়, প্রতি ধমনীতে
সে আজ মাথা গলিয়েছে ডাক্তারের ছুরি-কাঁচির নিচে
জমাট বেঁধেছে যার লোহিত কণিকা
স্বাভাবিক চলাচলে পাচ্ছে বাধা--


চলমান গাড়ি থেমে গেলে হঠাৎ
যাত্রীরা ধাক্কা খায় যেভাবে
আমার অবস্থা তার চেয়ে ভালো কিছু নয়
প্রবাহমান সময় থমকে গেছে
আঁধার গলির মোড়ে
দিশেহারা পান্থ আমি
পথ হাতড়াই তমসার ভিড়ে
খুঁজি আলোর ঠিকানা--


১২/০৭/২০২১ ইং