খুশির জোয়ার (সনেট-৯)
                  
গোলাপ কানন আজ লোহিত সাগর,
মধুকর মধু লোভে করে গুনগুন,
লাল ঠোঁটে লাল পরী নয়ন ডাগর,
হৃদয়ে জেগেছে তার ফাগুন আগুন।


তারুণ্য ঘিরেছে দেহ হৃদয় চঞ্চল,
উথলী যৌবন ছটা টলোমলো আঁখি।
চঞ্চলা হরিনী যেন উড়ায় অঞ্চল,
কার হাতে পরাবে সে হৃদয়ের রাখি।


ধীরে ধীরে চুপি চুপি শিহরিত মন,
প্রবেশে গোলাপ বনে তরুণ কুমার।
চকিত চাহনি খোঁজে সেই প্রিয়জন,
যার শুভ ভালোবাসা চায় সুকুমার।


সহসা নয়নে পড়ে নয়ন দোহার,
হৃদয়ে হৃদয়ে বহে খুশির জোয়ার।


৩০/০৯/২০২০ ইং