খুকু সোনা গান ধরেছে
তাইরে নাইরে না,
মনের সুখে একটু দূরে
শুনছে যে তার মা।


দুধ মাখা ভাত কাক-কে দিয়ে
খুকুর মনে সুখ,
খানিক দূরে গোমড়া মুখে
কাঠবিড়ালির দুখ।


তাই না দেখে খুকুমণি
বলছে ডেকে আয়,
তোকে নিয়ে ঘুরতে যাব
আমার ডিঙি নায়।


রাগ করেছিস? ওরে বোকা
আয়না আমার কাছে,
তোর জন্যেও দুধ মাখা ভাত
দেখনা রাখা আছে।


দুধ মাখা ভাত সামনে ধরে
ডাকলো খুকু যেই,
মনের সুখে কাঠবিড়ালি
নাচ ধরেছে ধেই।


কাঠবিড়ালি, খুকুমণি
নাচছে দেখো ওই,
সেথায় এসে পোষা বিড়াল
লাগালো হইচই।


পোষা পায়রা, ময়না, টিয়ে
নাচছে সুখে সব,
চারিদিকে বইছে জোরে
খুশির কলরব।


১২/১২/২০২০ ইং