অসময়ে ধূমকেতুর মতো তোমার আবির্ভাবে
আমি ভীত-সন্ত্রস্ত, উদ্ভ্রান্ত--
আমি অপ্রস্তুত, অগোছালো--
আমার মেয়ের বয়স আঠারো
ছেলেটি সবে বিএ দিয়েছে
বাকি পড়ে আছে অনেক অনেক কাজ--
অসময়ে কেড়ে নিয়েছো আমার জীবনসঙ্গী
অনেক বাধার পাহাড় ঠেলে
ঝড়-জলের প্রাচীর ডিঙিয়ে
সবেমাত্র হাঁটতে শিখেছি বন্ধুর পথে--


তুমি ভালো করে জানো
নাবালক ছেলে-মেয়েকে নিয়ে সদ্য বিধবার পক্ষে
এ সমাজ কতটা কণ্টকাকীর্ণ--
আঁধার গলির মুখে ওত পেতে থাকে হায়না
অহরহ শোনা যায় গৃধ্রীর উল্লাস
বিনা মেঘে বজ্রপাতের মতো আছড়ে পড়ে
মিথ্যা কলঙ্কের ধাবমান কুয়াশা
একমুঠো সোনা রোদের আশায় ছুটছি বিদ্যুৎ বেগে


একটু একটু করে সাজানো সংসার বাগানে
এসেছে নতুন কলি
চারা গাছগুলোতে পড়ছে সকালের কচি রোদ
ফুলে-ফলে বিকশিত হবে
সুগন্ধে মউ মউ করবে চারপাশ
আমি পৌঁছে যাব জীবনের গোধূলি বেলায়
পশ্চিম আকাশে ঢলে পড়া সূর্যের মতো
আমার চারপাশে ছড়াবে রাঙা আবির
তখন এসো--
রক্তরাঙা আবির মাখা হৃদয়ে
তোমার হাতে হাত রেখে পাড়ি দেবো
নিকষ কালো আঁধারের অজানা ঠিকানায়
নিশ্চিন্তে, নিঃশঙ্ক চিত্তে--


কিন্তু আজ নয়--


২০/০৬/২০২১ ইং


এখানে অদৃশ্য "তুমি" মানে "মৃত্যুদূত"; প্রেমিক নয়! কোন কোন কবি বন্ধু মনে হয় প্রেমিক ভেবেছে।