চুপ করে আর থাকবে কত?
তোমরা তো নও পণ্য,
যৌতুক চায় যে বিয়ের শর্তে
মানুষ সে নয়; পশু বলে
করো তাকে গণ্য।


মেধায় তোমরা কম কিসে আজ?
সমানতালে করছো তো কাজ
সমাজ কিংবা রাষ্ট্রযন্ত্রে
তোমরা অগ্রগণ্য।


প্রতিবাদের ঝড় তুলে দাও
তোমরা তো নও পণ্য।


মদ মাতালের দাঁত ভেঙে দাও
যদি তুলে গায়ে হাত,
অকারণে মার খেয়ে কেউ
করো না আর অশ্রুপাত।


সময় এখন বদলে গেছে
করতে শেখো প্রতিবাদ,
সত্য-ন্যায়ের পথে থেকে
আঁধারে দাও অগ্নি বাঁধ।


তোমরা নারী তোমরা শক্তি
পৃথ্বী করো পায়ের তল,
আত্মসম্মান রক্ষায় তোমরা
বাড়াও নিজের মনের বল।


জাগিয়ে তোল বুকের ভেতর
লুকিয়ে থাকা শক্তি,
ভালোবাসার ফল্গুধারায়
জয় করে নাও ভক্তি।


প্রতিবাদের ঝড় তুলে দাও
তোমরা তো নও পণ্য,
প্রয়োজনে কৃপাণ ধরো
আত্মরক্ষার জন্য।


২৮/০৬/২০২১ ইং