লক্ষ্মী মায়ের আশীর্বাদে ঘুচুক অভাব,
দূর হয়ে যাক দুষ্টু লোকের মন্দ স্বভাব।
লক্ষ্মী মা গো তাকাও একটু নয়ন খুলে,
খাচ্ছে ফসল ইঁদুরগুলো দুলে দুলে।
খাচ্ছে সুখে, নষ্ট করছে কৃষকের ধান,
ভাইয়ের বাহন বলেই হয়তো হও না সাবধান।
তোমার ভক্তের দুঃখ-জ্বালা দেখো না কি?
স্বজনপ্রীতির আড়ালে মা দিচ্ছ ফাঁকি?
মর্ত্যলোকের দানবগুলোর মতো যদি,
প্রসাদ পেয়েই ভাবো তোমার থাকবে গদি।
ভুল ভেবেছ, এখন মানুষ নয় তো বোকা,
বঞ্চিতরা মুখ ফেরাবে, দেবে ধোঁকা।
বঞ্চিত সব মানুষগুলো ভাবছে বসে,
স্বজনপ্রীতির দেয়ালগুলো ফেলবে ধ্বসে।
তখন বাধবে গদি নিয়ে টানাটানি,
তার আগে মা ইঁদুর মারো, টানাও ঘানি।
ক্ষেতের ফসল বেঁচে গেলে ভক্ত তোমার,
খুশি মনে পুজো দেবে, পরাবে হার।
২১/১০/২০২১ ইং


আসরের বরেণ্য কবি স্বপন গায়েন (উদয়ন কবি) এর লেখায় কমেন্ট করতে গিয়ে প্রথম দুটি চরণ লিখেছিলাম। সেই কারণে ছড়া কবিতাটি বরেণ্য কবি কে উৎসর্গ করলাম।