তোমার কথা শুনে শুনে হলাম আমি বড়ো,
নেই তো কোন স্মৃতি আমার করবো সুখে জড়ো।
আজো তোমার পাইনি দেখা মায়ের কাছে থাকি,
লাগে আমার ভীষণ একা কাঁদে পরান পাখি।


যখন দেখি বন্ধুরা সব বাবার সাথে ঘুরে,
কষ্ট-পাহাড় উথলে ওঠে হৃদয়টা যায় পুড়ে।
তোমার কাঁধে হয়নি আমার কখনো যে চড়া,
ছোট্ট আমার বক্ষটি যে দুখ-সাগরে গড়া।


তোমার কথা জানতে চাইলে মায়ের ঝরে অশ্রু,
দাদুর কাছে জানতে গেলে হাতে নাড়ায় শ্মশ্রু।
তোমায় জানার ইচ্ছে যখন করি ঠাকমায় ব্যক্ত,
কড়িকাঠে চায় ঠাকুমা হয়ে ওঠে ত্যক্ত।


দিদা বলে, যুদ্ধে গিয়ে ফেরোনি আর তুমি,
স্বাধীনতার সূর্য ওঠে তোমার রক্ত চুমি।
তুমি যুদ্ধে যাওয়ার আগে ছিলাম মায়ের গর্ভে,
এখন তোমার কথা ভেবে হৃদয় হাসে গর্বে।


তুমি নাকি নীল আকাশে জ্বলজ্বলে এক তারা,
নির্নিমেষে তাকিয়ে থাকি হয়ে আত্মহারা।
নিত্য তোমায় খুঁজি আমি নীল গগনের গায়ে,
খুঁজি তোমায় সরষে ক্ষেতে, খুঁজি দখিন বায়ে।


আজো তোমার পাইনি দেখা, ইচ্ছে- মেলে ডানা,
পাখির মতো উড়ে গিয়ে খুঁজি আকাশ খানা।
ইচ্ছে করে, নীল অম্বরে তোমার পাশে জ্বলতে,
মনে জমা সকল ব্যথা তোমার কাছে বলতে।


যোদ্ধা দাদু বলল এসে, ওরে বোকা খুকি,
জানি আমি, বাবার শোকে তুই যে ভীষণ দুখি।
হেথায়-হোথায় না খুঁজে তোর বাবার হাসি মুখ,
লাল-সবুজের পতাকায় খোঁজ, ভুলে যাবি দুখ।


১৬/০৭/২০২১ ইং