দারা-পুত্র-পরিবার সকলি আমার,
তাদের সুখের তরে করি নানা পাপ,
সযতনে ঢেলে দেই হৃদয় উত্তাপ,
আত্মসুখ ভুলে যাই ভুলি পরপার।
জীবনে শেষাঙ্কে দেখি আঁধারের দার,
আবর্জনা স্তুপ ভেবে দেয় সবে তাপ,
কষ্ট দিয়ে কারো মনে নেই অনুতাপ,
হাসির লহরী উঠে দেখে বিধাতার।


পাপ, পুণ্য, ভালোবাসা উন্মুক্ত ধরায়,
যার চিত্তে যাহা লয় করে নিজ মনে,
ভাবে দিন এভাবেই যাবে বুঝি চলে,
বিধাতা দেখেন সব বসে উচ্চাসনে,
পরপারে ডাক পড়ে তাই অবেলায়,
লুকাতে জায়গা নেই এই ধরা তলে।


০১/০১/২০২১ ইং