--সনেট--    
                    
মধুকর উড়ে উড়ে মধু করে খোঁজ,
মধুমাসে মধু ভরা ফুলগুলি হাসে,
মধুকর মধুকরী ফুল ভালোবাসে,
দোঁহে মিলে মধু খোঁজে তাই প্রতি রোজ।
সরিষার ক্ষেতে বসে মধুপের ভোজ,
মধুকোষে মধু রেখে সুখে তারা বাসে,
মধু লোভী কিছু লোক দূর থেকে আসে,
ঢিল ছুঁড়ে পাজি ছেলে হয় যে নিখোঁজ।


মধুচক্রে অগ্নি জ্বেলে কিছু ছেলে মেয়ে,
আহরণ ক'রে মধু তরাসে পালায়,
দিশেহারা মধুকর চারিদিকে ছোটে,
পথিকেরা দিশেহারা ধোঁয়ার জ্বালায়,
মজা দেখে ‌ দুষ্টু ছেলে ওঠে গান গেয়ে,
হুল ফুটিয়ে মধুপ কী যে মজা লোটে!


০৩/০৯/২০২০ ইং


(গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যকে ধারণ করে সনেট লেখার প্রথম প্রয়াস। সনেট বিষয়ে প্রাজ্ঞ কবি বন্ধুদের কাছে গঠনমূলক মন্তব্য আশা করি। ভুলত্রুটি ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। )