নেশা! সর্বনাশা--
হোক না সে আফিমের নেশা, মদের নেশা
গাঁজার নেশা, ইয়াবার নেশা
কিংবা এ কালের শ্রেষ্ঠ নেশা- মুঠোফোনের নেশা
নেশাখোরেরা সবার আগে ডুবায় নিজেকে
হাঁটু জলে নৌকা ডুবানোর মতো
তারপর ধরে পরিবার
অতঃপর একটু একটু করে মোহনীয় নেশার থাবায়
আকৃষ্ট করে বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী
তারপর নেশার থাবায় হেলে পড়ে পুরো জনপদ
নেশার কারণে একটি সচল পরিবার হয়ে যায় অচল
নেশা হয়ে উঠে দুরারোগ্য ক্যান্সার থেকেও ভয়ঙ্কর
শান্ত জলে ঢিল ছুঁড়লে যেভাবে ঢেউ ওঠে
নেশায় কবলিত পরিবারে সেভাবে অশান্তির ঢেউ উঠে
মারা-মারি, ঝগড়া-বিবাদ, হৈ-হট্টগোল লেগেই থাকে
যদি নেশার জন্য প্রয়োজনীয় অর্থ না পায়
একজন নেশাখোর মা-বাবা এবং
কাছের মানুষদের ভাবতে শুরু করে শত্রু
হয়ে যায় খুনোখুনি পর্যন্ত
একটি সুখের পরিবারে নেমে আসে শ্মশানের নিস্তব্ধতা


ছড়িয়ে নেশার বিষ লুটে নেয় যারা অগাধ মুনাফা
তাদের থাকে না কোনো হেলদোল
নেশাকে ছড়িয়ে দেয়ার জন্য তারা খোঁজে
নিত্য নতুন উপায়
এলাকার ছোট নেতা থেকে শুরু করে
দেশের অনেক বড়ো বড়ো নেতা, পুলিশ, আমলা সবাই
মুনাফার স্বার্থে ওদের মাথার ছাতা
জনগণের মঙ্গলের কথা বলে খই ফোটে যাদের মুখে
ওরা আসলে সবাই লেবাসধারী ভণ্ড; কেউ নয় ত্রাতা
পিছনের দরজার লুটেরা, মাফিয়া--


২৪/০৯/২০২১ ইং