সকালবেলা ঋতু সোনা
ঘুরছে ফুলের বনে,
হরেক রঙের প্রজাপতি
দেখছে আপন মনে।


নানা বর্ণের প্রজাপতি
দেখছে উড়ে যেতে,
সাধ জেগেছে ওদের মতো
দুটি ডানা পেতে।


ওদের মতো ডানা মেলে
ঘুরবে ফুলে ফুলে,
খাবার খাওয়ার যন্ত্রণাটা
যাবেই যাবে ভুলে।


ঘরের ভেতর বন্দী থাকতে
আর লাগেনা ভালো,
উন্মুক্ত এই সজল হওয়া
ঘুচায় মনের কালো।


বন্ধু হবে পাখ-পাখালির
ঘুরবে মুক্ত বায়ে,
জোনাক পোকার বন্ধু হয়ে
ঘুরতে যাবে গাঁয়ে।


মায়ের কথা পড়লে মনে
আসবে ফিরে বাড়ি,
চুমু খেয়ে বলবে মাকে
আর দেবো না আড়ি।


মায়ের মুখের হাসি দেখে
হাসবে ঋতু সুখে,
বলবে মাগো দাওনা খাবার
মরছি আমি ভুখে।


০১/০২/২০২১ ইং