শ্রদ্ধা জানাই সুভাষ বোসে
স্বাধীনতার রূপকার,
দেশ ছেড়েছে শোষকেরা
বলতে পারো জন্য কার?


জাতির জনক গান্ধী মশাই
যতই করুক আন্দোলন,
মার না খেলে ব্রিটিশরা আর
ছাড়তো না এই লোভের ধন।


বিনয়-বাদল-দীনেশ-বাঘা
ক্ষুদিরামের দুঃসাহস,
কাঁপিয়ে দেয় ব্রিটিশের ভিত
করতে হবে আবার ফোঁস।


হুজুর হুজুর করায় তো আর
পায়নি ভয় ওই ভণ্ডরা,
সুভাষ বোসের মারের চোটে
দেশ ছেড়েছে ষণ্ডরা।


গোটা ভারত ভুলতে পারে
সুভাষ বোসের অবদান,
বাঙালি সব কেমন করে
ভুলে যে তাঁর জীবনদান?


রাজনীতির এক নোংরা খেলায়
ভুলেছে লোক সুভাষে,
তরুণ সমাজ উঠলে জেগে
ফিরবে সুভাষ সুবাসে।


স্কুল কলেজ নিয়ম করে
পালন করে জন্মদিন,
অন্য সবাই ভুলেই গেছে
বোঝেনা সে মৃত্যুহীন।


আসুন সবাই নতুন করে
জাগাই তাঁহার চেতনা,
মারের বদলা মার না দিলে
যাবে না আর বেদনা।


২৬/০৮/২০২০ ইং


(স্বরবৃত্ত ছন্দ)