সকাল-সন্ধ্যা মশার জ্বালায় ঘরে থাকা দায়,
মশার ঔষধ শ্বাসাঘাত দেয় করি কি উপায়?
ছেলেপুলে পড়তে বসলে কানের কাছে এসে,
বুনু বুনু করে মশা এই না বঙ্গদেশে।


ভোরের বেলা দেখি ঘরে একটিও নেই মশা,
প্রাতঃভ্রমণ শেষে দেখি ঘরময় ওরা বসা।
বাইরে যাওয়ার আগে পরদিন করি জানলা বন্ধ,
হাঁটার পরে এসে দেখি নেই তো মশার গন্ধ।


জানলা-দরজা বন্ধ থাকায় ঘুরে ওরা বাইরে,
ঘরের মধ্যে পাই না খুঁজে আনন্দে গান গাই রে।
বুদ্ধি বলে মশা এবার হলো কুপোকাত,
বন্ধ হলো চিরতরে মশার-ই উৎপাত।


এমনি হাজার হাজার মশায় ছেয়ে গেছে দেশ,
গরিব লোকের রক্ত চুষে আছে ওরা বেশ।
দ্বিপদী এই মশা থেকে বাঁচতে যদি চাও,
মশার ঔষধ গায়ে মেখে মিলনগীতি গাও।


রক্ত চোষা বন্ধ হলে যাবে ওরা মরে,
বাঁচবে সমাজ, থাকবো সুখে আমরা ধরা পরে।


১০/০৩/২০২১ ইং