আমরা যারা গরিব মানুষ
কর্ম বেচে খাই,
তাদের নিয়ে তোমরা চিন্তা
করো যে বৃথাই।


অস্থিভাঙা খাটুনি দেই
ফেলে মাথার ঘাম,
তোমরা কখন দিয়েছো গো
উপযুক্ত দাম?


রোদ ও বৃষ্টি মাথায় নিয়ে
শস্য ফলাই রোজ,
দেশবাসী ও তোমরা সবাই
করছো সুখে ভোজ।


নদীর পাড়ে বসত করি
নিত্য ভাঙে ঘর,
মস্তকে বয় যখন-তখন
রুদ্ররূপী ঝড়।


অট্টালিকায় থেকে তোমরা
সুখে করো বাস,
হয় না হতে ঝড়-বাদলে
অকারণে লাশ।


হিমেল ঘরে তোমরা থাকো
আরাম করে খুব,
গরিব লোকের পয়সা মেরে
শান্তিতে দাও ডুব।


আমাদের ফলানো শস্য
খেয়ে বারো মাস,
মহাসুখে আমাদের দাও
তোমরা আস্ত বাঁশ!


এই আমাদের কথা বলে
ভরো তোমরা গাঁট,
তোমরা যারা রাজনীতিবিদ
মস্তবড়ো ভাট!!


১৪/০১/২০২২ ইং