মেঘের কাজল মেখে আকাশ গোমড়া মুখো আজ,
ঝরবে বলে মেঘ বালিকার এ কোন ভয়াল সাজ!
সারা আকাশ ছেয়ে আছে ঘন-কালো মেঘে,
তড়িৎ বেগে ছুটোছুটি আছে ভীষণ রেগে।


রৌদ্র মেখে গাছের ডালে পাখিগুলো বেশ,
কিচিরমিচির করছিল, তার কাটেনি তো রেশ।
ঝমঝমিয়ে মেঘ বালিকা করলো শুরু কান্না,
থেমে গেল উঠোন পরে ছোট্ট খুকুর রান্না।


পাখিগুলো গাছের ডালে ভিজছে বসে চুপ,
কড়াৎ কড়াৎ দামিনী তার দেখায় অগ্নিরূপ।
আমের ডালে চুপটি বসে ভিজছে পাতি কাক,
বাজের শব্দে কেঁপে উঠে দিচ্ছে করুণ হাঁক।


দুটো বাচ্চা ছেলে-মেয়ে ছিল পথের পর,
ঝুম বৃষ্টি আর দেয়ার ডাকে কাঁপছে যে থরথর!
আমি বসে বাতায়নে ভাবছি ছেলেবেলা,
বর্ষাকালে ডুব-সাঁতারে খেলছি কত খেলা!


খেলার সাথী নিখিল, রঞ্জিত অনেক দূরে থাকে,
জীবন পথের গোলক ধাঁধায় আমি দুর্বিপাকে।
জীবন নিয়ে খেলছে খেলা সে কোন মহারাজ?
বর্ষণ মুখর এ দিনে তার মাথায় পড়ুক বাজ।


০৯/০৭/২০২১ ইং