প্রতিদিন খুঁজি ভালো লাগা শিশু রোদ,
মেঘদল এসে দিয়ে যায় শুধু হানা।
ইতিউতি করে আকাশের পানে চাই,
প্রত্যাশা রোদ উড়ে যায় মেলে ডানা।


নীল অম্বরে ছুটোছুটি করে মেঘ,
তটিনীর বুকে যেন পালতোলা ভেলা।
শরৎ আকাশ চুপি চুপি ডেকে কয়,
এসেছে নীরবে শিউলি ফোটার বেলা।


শিউলি ফুলের কলিরা মারছে উঁকি,
নূপুর বাজায়ে চপল মেয়েরা রোজ,
ঘাড়খানা করে অল্প একটু বাঁকা,
প্রতিদিন এসে নিয়ে যায় তার খোঁজ।


জোটে না আমার ভোরের অরুণ প্রভা,
মেঘ বালিকার কান্নায় ভিজে তনু,
আসি আসি করে শিউলি ফুলের কুঁড়ি,
উঁকি দিয়ে খোঁজে আসবে কখন অনু।


এমনি করেই সকাল গড়িয়ে রোজ,
আবির ছড়িয়ে সায়াহ্ন নেমে আসে।
আমার আকাশ ঘন-কালো মেঘে ঢাকা,
অলক্ষ্যে কেউ হয়তো নীরবে হাসে।


৩০/০৮/২০২১ ইং


কবিতাটি আসরের বরেণ্য ছান্দসিক কবি সুদীপ তন্তুবায় নীল-কে উৎসর্গ করলাম। এর আগে আমি অপূর্ণ পর্ব এবং দুই পর্বের মাত্রাবৃত্ত ছন্দে লিখিনি। শ্রদ্ধেয় কবির লেখায় উৎসাহিত হয়ে প্রথমবার লিখলাম।