ঘুমিয়ে ছিল একটি কিশোর
পথের 'পরে হয়ে চুপ,
লম্ফ দিয়ে পড়লো তখন
একটি ইঁদুর ঘাড়ে টুপ।


ধড়ফড়িয়ে উঠেই কিশোর
অমনি ধরলো মুষার লেজ,
লাট্টুর মতো ঘুরিয়ে খানিক
দেখালো তার ভীষণ তেজ।


ঘূর্ণাবর্তে লেঙুর খুইয়ে
পড়লো ইঁদুর খানিক দূর,
চোখের তারায় সরষে দেখে
দেখে সবই সমুদ্দুর।


মুষার মতো এ সমাজে
আছে অনেক মূষিক ভাই,
পরের ক্ষতি করার বেলায়
তাদের কোন জুড়ি নাই।


লেঙুর ধরে দিতে পারলে
মনের মতো ঝাঁকুনি,
বলবে আমায় মাফ করে দাও
দিয়ে জ্বরে কাঁপুনি।


০১/০৮/২০২১ ইং