হিন্দু ধর্ম থেকে উৎসারিত কিছু লোক
কথায় কথায় হিন্দুধর্ম এবং দেবতাদের
গালাগাল দেয়, নিন্দা করে--
গালাগাল দেয়াকে ওরা বীরত্ব মনে করে হয়তো--!!
সমাজে যারা শান্তশিষ্ট, প্রতিবাদহীন
তাদেরকে গালাগাল দেয়া, নির্যাতন করা সহজ।
তেমনি "সনাতন হিন্দু ধর্মকেও"--
বীর পুঙ্গবদের নিজের জীবনের ঝুঁকি নেই বলে--নপুংসক সব--!!


ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে এবং
মানবতাবাদের লেবেল গায়ে এঁটে ওরা
তৈরি করেছে ধর্মনিরপেক্ষতা এবং মানবতাবাদের  
ভুয়া "ট্রেডমার্ক"।
নিজের পিতৃ-পুরুষের ধর্মকে গালাগাল দিয়ে
হাততালি কুড়ায়, হাসির কারণ হয়,
এবং এভাবে বিদূষক হওয়া যায় বটে--!!
কিন্তু তাতে কি ধর্মনিরপেক্ষ হওয়া যায়?
মানবতাবাদী হওয়া যায়?
এ দুটো যোগ্যতা অর্জন করার জন্য চাই--
সুশিক্ষা এবং সহানুভূতিশীল মানসিকতা।
স্বার্থের মাপকাঠিতে মাপা যায় না এসব--


নিজেকে হিন্দু পরিচয় দিতে কেউ যদি কুণ্ঠিত হন,
লজ্জাবোধ করেন, তাহলে হত্যা দিয়ে কেন তিনি
পড়ে আছেন এই ধর্মের ছত্রছায়ায়?
ঘোষণা দিয়ে চলে যান না অন্য কোথাও--!!
এ ধর্মের সহনশীলতা, মানবিকতা, ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন কেন?


বিশ্বের সকল মুসলিম ভাইয়েরা বুক ফুলিয়ে, সগর্বে ঘোষণা করে "আমি একজন মুসলিম"
তারা সবাই কি অমানবিক? সাম্প্রদায়িক?
আমি মনে করি না ধর্মীয় পরিচয় মানুষকে
সাম্প্রদায়িক করে, অমানবিক করে।
প্রকৃত ধর্মানুরাগীরা আকাশের মতো উদার,
ভোরের শিশিরের মতো উজ্জ্বল,
কাউকে আঘাত করে না তারা,
অকাতরে বিলিয়ে দেয় ভালোবাসা--


"আমি হিন্দু" এ কথা বললেই আমি সাম্প্রদায়িক হয়ে যাবো? হয়ে যাবো অমানবিক?
ধর্মকে গালাগাল দিয়ে আত্মপ্রসাদ লাভ করেন যারা
তাদের বলছি, কান খুলে শুনে রাখুন--
পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্যশীল, সহনশীল, মানবতাবাদী
ধর্ম --"সনাতন হিন্দু ধর্ম"।
এই ধর্মকে গালাগাল দিয়ে, নিন্দা করে এখন পর্যন্ত কারো কোনো শাস্তি হয়েছে এমন নজির জানা নেই; কিন্তু অন্য ধর্মের ক্ষেত্রে হয়েছে, হয়।
এই ধৈর্যশীল, সহনশীল, ধর্মপ্রাণ মানুষেরা ক্ষেপে
গেলে পালাবার পথ পাবেন কি?
যুগ পালটে গেছে --
মানুষের সহনশীলতা কমে আসছে--
এই ধর্মকে গালমন্দ করলে, নিন্দা করলে,
অন্য ধর্মের মতো যদি শুরু হয়ে যায় .....
কোথায় পালাবেন তখন?
অতএব, সাধু সাবধান--!!


১৮/০১/২০২১ ইং