যারা সত্যিকারের ধর্মানুরাগী
তারা নিজের ধর্ম প্রতিপালন করার পাশাপাশি
সমানভাবে শ্রদ্ধা করে অপর ধর্মকে।
কিছু লোক নিজের ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে
অপর ধর্মকে ছোট করে দেখায়, অবহেলা করে।
তাদেরকে ধর্মপ্রাণ বলা যায় না,
বলা যায় না মানবতাবাদী বা সাম্যবাদী।


সকল ধর্মেই কিছু গোড়া বা মৌলবাদী রয়েছে
যারা ধর্মের নামে খুন, ধর্ষণ, লুঠতরাজ চালায়,
তাদেরকে আর যাই হোক - মানুষ বলা যায় না,
ধর্মপ্রাণ তো নয়-ই!
ধর্মের জয় ডঙ্কা পিটিয়ে যারা মানুষ খুন করে তাদের একমাত্র পরিচয় জঙ্গি! সন্ত্রাসবাদী! নপুংসক!
তারা যে ধর্ম থেকেই উৎসারিত হোক না কেন!
ফলবান বৃক্ষের শাখাগুলি নিচের দিকে নোয়ানো থাকে,
ফলহীন বৃক্ষ শাখা দুর্বিনীত লোকের মতো ঊর্ধ্বমুখী-- যেমন- অল্প বিদ্যা ভয়ংকরী।
তেমনি যারা ধর্মানুরাগে ন্যুব্জ, তাঁরা বিনয়ী, নিরহংকারী
অপর ধর্ম বা ব্যক্তির প্রতি সমান শ্রদ্ধাশীল।


০৮/০২/২০২১ ইং