ভোলা মিয়া ভালো মানুষ
মনটা ভীষণ সাদা,
সবাইকে সে বিশ্বাস করে
ভাগ্যে জোটে কাঁদা।


পেঁয়াজ নিয়ে হাটে গেছে
ফড়ে চাইলো বাকি,
পরের হাটে টাকা দিবে
হবে সে তার সাকি।


বিশ্বাস করে পেঁয়াজ দিয়ে
পড়ছে মিয়া জ্বালায়!
দেখলে ভোলা মিয়াকে সে
দ্রুতবেগে পালায়।


ভোলা মিয়ার নাতির অসুখ
টাকার দরকার অনেক,
ফড়ে খুঁজতে হয়রান হয়ে
জিরায় বসে ক্ষণেক।


ক্ষুধা-তৃষ্ণায় বুক ফেটে যায়
হৃদয় ফাটে দুখে,
হঠাৎ দেখে ফড়ে সাহেব
মিষ্টি খাচ্ছে সুখে।


অমনি গিয়ে ভোলা মিয়া
ধরল তাকে কষে,
পেঁয়াজ নিয়ে পালিয়ে বেড়াও?
চটছে ভীষণ রোষে!


সরলতার সুযোগ নিয়ে
সবাই ঠকায় তাকে,
ভাবছে এবার ভোলা মিয়া
বিশ্বাস করবো কাকে!


দুষ্টু লোকের মন্দ কাজে
বিশ্বাস গেল ভেসে,
বিশ্বাস ধর্ম হারিয়ে গেল
নেইতো বিশ্বাস দেশে।


২৬/১১/২০২০ ইং