আপনজনে ছেড়ে গেলে ভীষণ কষ্ট পাও,
অন্য কেউ পৃথিবী ছাড়লে দিলে লাগে খোশ,
এই কথাটি বলি বলেই আমার ভীষণ দোষ।

দখিন-হাওয়া গায়ে মাখতে মজা লাগে খুব,
অপর লোকে মাখলে গায়ে মনটা খাবি খায়,
চিন্তা করো কেমনে তারে লাথি দেয়া যায়।


তোমার ঘোড়ার খুরের ধুলায় করে মানুষ অন্ধ,
দাঁত কেলিয়ে হাসতে হাসতে সম্মুখ পানে যাচ্ছো,
এমন কর্ম আমি করলে দাঁত-কপাটি খাচ্ছো।


পরের মেয়ের আঁচল ধরে টানতে মজা লাগে,
তোমার মেয়ের আঁচল ধরলে চোখে জ্বলে অগ্নি,
তখন তোমার মনে পড়ে সকল মেয়েই ভগ্নি।


অর্থ-বিত্তের অহংকারে দাওনা কাউকে পাত্তা,
ভাবছো বসে এমনি ভাবেই হাসবে জীবন সূর্য,
জানো না তো তোমায় নাশে বাজবে রণতূর্য।


তোমার মতো হাজার হাজার মহা মহা পণ্ডিত,
স্বেচ্ছাচারী, অহংকারী পৃথিবীতে ঘুরতো,
তারা ছিলো তোমার চেয়ে অনেক বেশি ধূর্ত।


বিলাস-ব্যসন, ধন-সম্পত্তি ফেলে দিয়ে সবাই,
বিবসনা হয়ে তারা ছেড়ে গেছে বিশ্ব,
সব মানুষের ঘৃণার ভারে ওরা ভীষণ নিঃস্ব।


মানবতার ধ্বজাধারী কল্যাণকামী যারা,
স্মরণীয়-বরণীয় সব মানবের মাঝে,
শ্রদ্ধার সাথে বেঁচে আছে নিরহংকার রাজে।


২৬/০৫/২০২১ ইং